ডোবায় মিললো শতবর্ষী বৃদ্ধার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে ফাতেমা খাতুন নামে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ফাতেমা ওই গ্রামের মৃত মমিন উল্যাহর স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনদিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বৃদ্ধা ফাতেমা বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।