মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৩ মার্চ ২০২৩

সাতক্ষীরার শ্যামনগরে মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল হোসেনের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরাফিল হোসেন উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (২ মার্চ) মাগরিবের নামাজের পর উপজেলার বংশীপুর বাসস্টান্ড সংলগ্ন উত্তরপাড়া নূর জামে মসজিদ থেকে তার মরদেহ ‍উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইসরাফিল গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়। তাদের ধারণা, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই চলে গেলে ইসরাফিল গলায় ফাঁস দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাদল বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।