দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা

দেশে ৪ জনের মরদেহ, নিজ এলাকায় দাফন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:০১ পিএম, ০৩ মার্চ ২০২৩

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে চারজনের মরদেহ দেশে এসেছে। শুক্রবার (৩ মার্চ) সকালে ফেনীর নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরদেহ বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অপর দুজনের মধ্যে শিশু নাদিমের দাফন দক্ষিণ আফ্রিকাতে হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মিলনের মৃতদেহ শুক্রবার বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

jagonews24

আরও পড়ুন: বাবা-ছেলেসহ নিহত ৫, সবার বাড়ি ফেনী 

স্থানীয়রা জানান, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শরীয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন, দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আব্দুল মান্নান মিলনের ছেলে দ্বীন মোহাম্মদ রাজু, একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেওয়াজপুর তমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির সিরাজ উল্লাহর ছেলে মোস্তফা কামাল পোপেল ও সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে আবুল হোসেনের মরেদেহ দাফন করা হয়েছে।

ইসমাইল হোসেনের ভাই নিজাম উদ্দিন বলেন, শুক্রবার ১০টায় জানাজা শেষে ভাইয়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মোস্তফা কামাল পোপেলের ছোট ভাই মোস্তফা জামাল নওফেল বলেন, ভাইয়ের মরদেহ দাফন করা হয়েছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।

jagonews24

আরও পড়ুন: পাঁচ বাংলাদেশির বাড়িতে শোকের মাতম 

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, বৃহস্পতিবার রাতে মরদেহ পৌঁছে। পরে সকালে নিজ নিজ এলাকায় তাদের দাফন হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় প্রবাসী আনিসুল হক মিলন দেশে ফেরার সময় তাকে নিয়ে বিমানবন্দরে আসার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। এসময় আহত হন আরও একজন। তাদের সবার বাড়ি ফেনী।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।