সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৩ মার্চ ২০২৩
ফাইল ছবি

সাতক্ষীরার তালায় জমি বিরোধের জের ধরে আব্দুল কাদের সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১২ মার্চ) বিকেল ৫টায় উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- জাতপুর গ্রামের রাজু সরদার (২০) ও তার আত্মীয় ইমরান হোসেন (২৮)।

নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, চাচা খোদাবক্স সরদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এক পর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে আব্দুল কাদেরের মাথায় আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।