কুষ্টিয়ায় আইসিটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ব্যানবেইস কর্তৃক নির্মিত ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (UITRCE) আওতায় কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার আইসিটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর অ্যাডুকেশন ভবন প্রাঙ্গনে নবনির্মিত এ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিটিভির মাধ্যমে সরাসরি উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। এই উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ফলে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় কুষ্টিয়া আরও এক ধাপ এগিয়ে গেলো।
আল-মামুন সাগর/এমজেড/এমএস