রূপগঞ্জে ডিমের পিকআপ ছিনতাই
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালক ও হেলপারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডিম বোঝাই পিকআপ ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার সকালে উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের পর পিকআপের চালক ইদ্রিস আলী ও হেলপার ইব্রাহীমকে হাত-পা বাঁধা অবস্থায় দুপুরে উপজেলার ইছাপুরা এলাকার ৩শ` ফুট সড়কের পাশ থেকে এলাকাবাসী উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া পিকআপ চালক ইদ্রিস আলী জানান, নরসিংদী সদর এলাকা থেকে প্রায় ৩০ হাজার ডিম ভর্তি করে পিকআপ (কুমিল্লা ম ৫১-০০৩১) কুমিল্লার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় পিকআপটি পৌঁছানোমাত্র একটি সাদা প্রাইভেটকার এসে পিকআপটি গতিরোধ করে। সঙ্গে সঙ্গে পাঁচজনের ছিনতাইকারীর দল ড্রাইভার ইদ্রিস আলী হেলপার ইব্রাহীমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপটি ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে ছিনতাইকারীরা তাদের প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরে দুপুরে ছিনতাইকারীরা ইছাপুরা এলাকার ৩শ` ফুট সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ছিনতাই হওয়া ডিম ভর্তি পিকআপটি উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
মীর আব্দুল আলীম/এমজেড/এমএস