ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ
ইমপোর্ট পারমিটের মেয়াদ না থাকায় বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতি বছর মার্চের ১৫ তারিখ পর্যন্ত পেঁয়াজ আমদানির একটি লিখিত পারমিশন থাকে। সেটির মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে। নতুন পারমিট দিলে আবারও পেঁয়াজ আমদানি শুরু হবে।
তবে কবে থেকে আমদানি শুরু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এ নেতা।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্যালয়ের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জাগো নিউজকে বলেন, চলতি বছর দেশীয় পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য কৃষি বিভাগ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম