মূল্য তালিকা না থাকায় বগুড়ায় ৮ দোকানির জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২২ মার্চ ২০২৩

বগুড়ায় আট দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় এ জরিমানা করা হয়।

বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের কলোনি ও ফুলতলা বাজারে এ অভিযান চালান অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় শহরের কলোনি ও ফুলতলা বাজারে আট দোকানির ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে তিনজন মুরগি বিক্রেতাকে ছয় হাজার, চার মুদি দোকানিকে পাঁচ হাজার ও একজন সবজি বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কারও কাছেই মূল্য তালিকা ও ক্রয় রশিদ ছিলো না।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।