গরু চুরির মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:৩১ এএম, ২৫ মার্চ ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে গরু চুরির মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম জেবিনকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতার জহিরুল উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর সদস্য।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হলে বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করে জহিরুলকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

এরআগে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি মারা যান। এই ঘটনার জেরে ওই দিন প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়ে অন্তত ৪০টি ঘর পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, ভাগ্নির হাতে মামা খুন

অগ্নিসংযোগের সময় সিরাজুল হকের চারটি গরু চুরি ও লুটপাট করে। এই ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি সিরাজুলের স্ত্রী বাদী হয়ে গৌরীপুর থানায় অগ্নিসংযোগ, গরু চুরি ও লুটপাটের মামলা করেন। ওই মামলায় জহিরুল ইসলাম জেবিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক উমর ফারুক স্বাধীন জাগো নিউজকে বলেন, জহিরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর সদস্য। তাকে সন্দেহজনকভাবে পুলিশ গ্রেফতার করেছে। তিনি ষড়যন্ত্রের স্বীকার।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।