৫০ কেজির বস্তায় ৪৬ কেজি চাল!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৫ মার্চ ২০২৩

সিরাজগঞ্জের এনায়েতপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ কেজির বস্তায় ৪৬ কেজি ২২০ গ্রাম চাল (৩ কেজি ৭৮০ গ্রাম কম) পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৫ মার্চ) দুপুরে জেলার এনায়েতপুর থানা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মেসার্স আরাফাত নাইম নামের চালের আড়তকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

বিকেলে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, অভিযান চলাকালে দেখা যায় ৫০ কেজির বস্তায় ৪৬ কেজি ২২০ গ্রাম ও ২৫ কেজির বস্তায় ২৩ কেজি ৩০০ গ্রাম চাল বিক্রি করছে মেসার্স আরাফাত নাইম প্রতিষ্ঠান। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় মেহেদী হাসান স্টোরকে দুই হাজার ও রবিউল খেজুর ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

এম এ মালেক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।