দিনাজপুরে মহিলা দলের সংর্ঘষে সাবেক মহিলা এমপি আহত
দিনাজপুরে জেলা বিএনপির মহিলা দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংর্ঘষে সাবেক মহিলা এমপিসহ ৫ জন মহিলা কর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে জেলা বিএনপির জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে ।
জেলা বিএনপির সভাপতি লুৎফুর রহমান মিন্টুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর দুই গ্রুপ একত্রিত হয়ে আগামী ১২ ডিসেম্বর এক কর্মী সভা করার জন্য প্রস্তুতি সভা করছিল।
এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের সাবেক মহিলা এমপি জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা ইসলামকে বক্তব্য দেয়ার জন্য নাম প্রচার করায় সাথে সাথে জেলা বিএনপির সভাপতি গ্রুপের পৌর মহিলা কাউন্সিলার শাহীন সুলতানা বিউটি উঠে প্রতিবাদ জানায় এবং হাতাহাতি শুরু করে। এক পর্যায় বসার চেয়ার ছুড়ে মারলে শুরু হয় সংর্ঘষ। এই ঘটনায় সাবেক মহিলা এমপি রেজিনা ইসলামসহ তার পক্ষের ৫ জন মহিলা কর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় প্রস্তুতি সভা পণ্ড হয়ে যায় ।
জেলা বিএনপির সভাপতি লুৎফুর রহমান মিন্টু মহিলা দলের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।