দুর্গাপুরে বিজিবির ওপর হামলার ঘটনায় পৃথক মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০২ এপ্রিল ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির ওপর হামলার ঘটনার তিনদিন পর মামলা হয়েছে। শনিবার (২ এপ্রিল) রাতে বারমারি ক্যাম্পের নায়েক সুবেদার আইনুল হক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় অভিযানের সময় বিজিবি ওপর হামলা চলায় চোরাকারবারিরা। এসময় বিজিরি কমান্ডার হাবিলদার মিনহাজ উদ্দিন চোরাকারবারিদের দায়ের কোপে গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে মিনহাজ উদ্দিন দুই রাউন্ড গুলি করে।

আরও পড়ুন: সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিতে চোরাকারবারি নিহত

এতে চোরাকারবারি আমিনুল ইসলাম ও জায়দুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল মারা যান।

তিনি আরও জানান, হামলার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ৩০ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। মামলার দুই আসামি হলেন লক্ষ্মীপুর গ্রামের জায়েদুল ইসলাম ও আইনুল মিয়া।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।