ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ


প্রকাশিত: ১০:০১ এএম, ০৫ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থীসহ ৭৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া।

প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীক পাওয়া মেয়র প্রার্থী নায়ার কবিরের সমর্থনে মাইকিং করা হয়।

Pic-B.baria
এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার পর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবির ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫১ হাজার ৯১০ জন ও পুরুষ ভোটার ৫১ হাজার ২৭ জন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।