শেরপুরে ইজিবাইক ছিনতাই চক্রের পাঁচজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৬ এপ্রিল ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা সদরের ব্রিজপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার দড়িকালিনগর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. আলম মিয়া (৩২), মো. আজগর আলীর ছেলে রজব আলী (২৫), মো. মজিবর রহমানের ছেলে মো. সুমন মিয়া (১৮), কোনাগাঁও গ্রামের মো. সমজ উদ্দিনের ছেলে মো. মাহফুজ (২৩) ও মো. হারুন মিয়ার ছেলে মো. আকাশ (১৬)।

এ ঘটনায় নালিতাবাড়ী উপজেলার আজমত আলীর ছেলে সাহাজ উদ্দিন শাহাদাত বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা করেন।

বুধবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে ইজিবাইকচালক শাহাদাতের গাড়ি ভাড়া করে নালিতাবাড়ীর গড়কান্দা অটোস্ট্যান্ড থেকে তিনানী বাজারে যাবে বলে ইজিবাইকে যাত্রীবেশে উঠে কয়েকজন। পরে তারা তিনানী বাজারের কাছাকাছি এলে ইজিবাইক চালককে বনগাঁও বাজারে যেতে বলেন। তাদের কথামতো চালক বনগাঁও বাজারে নিয়ে গেলে তারা আবার তাদের হলদীবাটা চৌরাস্তা এলাকায় নামিয়ে দিয়ে আসতে বলেন।

তখন চালক হলদীবাটা চৌরাস্তায় যেতে অপারগতা প্রকাশ করলে ওই যাত্রীরা বলেন, এত রাতে যাওয়ার মতো আর গাড়ি নেই, তাদের কাছে ভাংতি টাকাও নেই। তাদের হলদীবাটা চৌরাস্তা এলাকায় নিয়ে গেলে সেখানে ৫০০ টাকা ভাঙ্গিয়ে ভাড়া দেওয়া যাবে।

তাদের অনুরোধে শাহাদাত হলদীবাটা চৌরাস্তা এবং সেখান থেকে ঝিনাইগাতী বাজারের ব্রিজপাড় মোড়ে নিয়ে যায়। এরপর ডাকাতদল ইজিবাইক চালককে পাগলারমুখ এলাকায় নামিয়ে দিতে বলে। তাদের এমন ঘুরাঘুরির বিষয়ে সন্দেহ হলে অন্য কোথাও যেতে অস্বীকৃতি জানান শাহাদাত। ফলে শাহাদাতের সঙ্গে তর্ক শুরু করেন ওই যাত্রীরা। পরে বাজারের স্থানীয় লোকজন ঝিনাইগাতী থানা পুলিশকে বিষয়টি জানায়।

এসময় এসআই মো. তোফাজ্জল হোসেন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ওই ডাকাতদের দেহ তল্লাশি করে ব্লেডযুক্ত দুটি খুর, একটি পেপার কাটার চাকু ও স্কচটেপ উদ্ধার করে।

ইমরান হাসান রাব্বী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।