৫০ পয়সা কেজিতে খাদ্যদ্রব্য বিক্রি করছেন উদ্ভাবক মিজানুর

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০২৩

‘স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বেচি, অভাবীদের মুখে ফুটবে হাসি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে ৫০ পয়সা কেজি দরে খাদ্যসামগ্রী বিক্রি করে চমক দেখালেন যশোরের শার্শা উপজেলার উদ্ভাবক মিজানুর রহমান।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে শার্শার শ্যামলাগাছী এলাকার হযরত শাহজালাল (রহ.) মডেল মাদরাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: উদ্ভাবক মিজানের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রমজানে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী বিক্রি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ জানান তিনি।

৫০ পয়সা কেজিতে খাদ্যদ্রব্য বিক্রি করছেন উদ্ভাবক মিজানুর

এ বিষয়ে উদ্ভাবক মিজানুর রহমান বলেন, পবিত্র রমজানে বিভিন্ন মুসলিম দেশে দ্রব্যমূল্য কমানো হয়। অথচ বাংলাদেশে রমজানকে পুঁজি করে দাম আকাশ ছোয়া বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করে তোলে ব্যবসায়ীরা। যার প্রভাব অসহায় দরিদ্র মানুষের ওপর পড়ে। এজন্য ৫০ পয়সা কেজি দরে খাদ্যদ্রব্য বিক্রি করে সেসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার এই অভিনব প্রতিবাদ।

আরও পড়ুন: বৃদ্ধকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিলেন উদ্ভাবক মিজানুর

এদিন ৫০ জন অসহায় নারী-পুরুষ এবং এতিম শিশুদের মাঝে পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি করে আলু বিক্রি করা হয়। এ কর্মসূচি রোজার শেষ পর্যন্ত চলবে। সেইসঙ্গে ঈদের আগেই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি রয়েছে বলেও জানান উদ্ভাবক মিজানুর।

মো. জামাল হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।