কলাপাড়ায় আহত ‘কালোমাথা কাস্তেচরা’ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৩
সুস্থ হওয়ার পর পাখিটি অবমুক্ত করবে বনবিভাগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্লভ প্রজাতির একটি কালোমাথা কাস্তেচরা পাখি আহত অবস্থায় উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে পাখিটি উদ্ধার করেন এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

কলাপাড়ায় আহত ‘কালোমাথা কাস্তেচরা’ উদ্ধার

সংগঠনের সদস্য বায়েজিদ মুন্সী বলেন, আন্ধারমানিক নদীর চর থেকে এ পাখিটি পাওয়ার পর স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা পাখিটি উদ্ধার করি। এটির ডান পাখায় আঘাতের চিহ্ন আছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা চলছে। পরবর্তীতে বনবিভাগের সহায়তায় অবমুক্ত করা হবে।

কলাপাড়ায় আহত ‘কালোমাথা কাস্তেচরা’ উদ্ধার

কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি জাগো নিউজকে বলেন, এসব পাখি অতি দুর্লভ। কালোমাথা কাস্তেচরা এক প্রজাতির বড় জলচর পাখি। কালোমাথা কাস্তেচরার বৈজ্ঞানিক নামের অর্থ কৃষ্ণমস্তক পবিত্রপক্ষী। সারা পৃথিবীতে ১৫ লাখ ৬০ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের আবাস। এটাকে সুস্থ করে অবমুক্ত করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।