মেহেন্দিগঞ্জে বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার


প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৬ মার্চ ২০১৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান নিক্সনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা বিএনপির উত্তরের দফতর সম্পাদক নুরুল আলম রাজু রোববার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা জানান, সম্প্রতি সোলায়মান নিক্সন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আহম্মেদের মঞ্চে উপস্থিত হয়ে তাকে (নিজাম উদ্দিন) সমর্থন জানান।

এ ঘটনায় গত ৩ মার্চ নিক্সনকে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। তবে ৩ দিন পেরিয়ে গেলেও এর কোনো জবাব না দেয়ায় রোববার সন্ধ্যায় উত্তর জেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির এক জরুরি সভা থেকে সোলায়মান নিক্সনকে দলের সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।