আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ৫ হাজার দুস্থ পেলেন ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৩০ পিএম, ২০ এপ্রিল ২০২৩

 

কুমিল্লার দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ পাঁচ হাজার দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট গ্রামে এমপির নিজ বাড়ি ও আশ্রয়ণ প্রকল্পে এ ঈদ উপহার বিতরণ করে তিনি।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গড়তে হলে সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উন্নয়ন করতে হবে। সেই লক্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। পবিত্র ঈদুল ফিতর আসন্ন। ঈদে সব শ্রেণি পেশার মানুষ যাতে পেট ভরে খেতে পারে এবং ঈদ যাতে সবার জীবনে রঙ্গিণময় হয়ে উঠে সেই লক্ষে এ ক্ষুদ্র প্রয়াস।

ঈদ উপহার বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির মাস্টার, স্বেচ্ছাসেকলীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী (জেডআইপি)/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।