তীব্র তাপপ্রবাহের পর মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাতাসে স্বস্তি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০২৩
গুমোট আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে মোংলায়

রমজান শুরুর আগ থেকেই ঈদের দিন পর্যন্ত তীব্র তাপপ্রবাহ ছিল বাগেরহাটের মোংলায়। এতে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। তবে রোববার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। সঙ্গে বয়ে যাওয়া বাতাসে কিছুটা হলেও স্বস্তি নেমেছে মোংলাসহ উপকূলীয় এলাকার মানুষের মধ্যে।

তীব্র তাপপ্রবাহের পর মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাতাসে স্বস্তি

খোঁজ নিয়ে জানা যায়, রমজানজুড়ে তাপমাত্রা ৩৯-৪২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। যা ছিল দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। আর ঈদের দিন ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃষ্টিতে তাপমাত্রাও কমেছে।

তীব্র তাপপ্রবাহের পর মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাতাসে স্বস্তি

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, রমজানজুড়ে হালকা, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ ছিল মোংলায়। ঈদের দিনও সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলাতেই। এখন তাপপ্রবাহ কেটে গেছে। কয়েকদিন ধরে মৌসুমী বৃষ্টিপাত হবে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম।

আবু হোসাইন সুমন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।