ঈদে নানাবাড়ি যাওয়ার পথে লাশ হলেন অনিক
ঈদে নানাবাড়ি যাওয়ার পথে জামালপুরের সদর উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অনিক (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মুশফিক (১৮) নামে আরেকজন গুরুতর আহত হন।
রোববার (২৩ এপ্রিল) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। অনিক ঢাকার সাভারের বিরুলিয়া আখরা এলাকার রওশন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, রোববার (২৩ এপ্রিল) সকালে অনিক ও তার তিন বন্ধু দুটি মোটরসাইকেলযোগে ঢাকার সাভার থেকে জামালপুর নানাবাড়ি যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টায় নারিকেলী এলাকায় আসামাত্রই বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অনিক মারা যান।
তার সঙ্গে থাকা মুশফিককে গুরুতর আহত অবস্থায় প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ হাসপাতালে রেফার করে।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আজিজুল হাসান জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর তার অপর বন্ধুরা ৯৯৯-এ কল দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম