বেনাপোলে অস্ত্রসহ দুই চরমপন্থি আটক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

যশোরের বেনাপোল থেকে অস্ত্র-গুলিসহ চরমপন্থি দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) ভোরে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, ভোরে বেনাপোলের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০) ও উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে আতিয়ার রহমানকে (৩০) আটক করে।

jagonews24

আরও পড়ুন: টাঙ্গাইলে অস্ত্রসহ চরমপন্থী নেতা আটক

তিনি আরও জানান, যশোর ও খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকাণ্ড চালায়। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এরপর ভোরে ধান্যখোলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে আটক করা হয়। পরে মহিদুলের বসতঘর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই মফিজুল ইসলাম বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ডিবি পুলিশের ইন্সপেক্টর রূপণ কুমার সরকার, ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।