যশোরে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:২৫ এএম, ২৭ এপ্রিল ২০২৩

যশোরে অস্ত্র মামলায় আজগর আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আজগর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল বিশ্বাস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আজগর আলী যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জবেদ আলী মোল্যার ছেলে। সংশ্লিষ্ট আদালতের এপিপি শ্যামল কুমার মজুমদার রায়ের বিষয় নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২০ অক্টোবর রাতে বাঘারপাড়া থানা পুলিশ উপজেলার রাঘবপুর গ্রামে ডাকাতির খবর পেয়ে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ কাজল নামে একজনকে আটক করে। কাজলের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আজগর আলীকে। আজগর আলীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর একটি ওয়ানস্যুটারগান উদ্ধার করা হয়।

ওই ঘটনায় বাঘারপাড়া থানার এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে আজগরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। একই বছরের ১৯ নভেম্বর তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই জিল্লুর রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে আজগর আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে রায় ঘোষণার সময় আজগর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। আজগর আলীর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে বলে জানা গেছে।

মিলন রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।