ধান কেটে কৃষককে দুশ্চিন্তামুক্ত করলেন যুবলীগ নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

জামালপুরে অসহায় কৃষকের এক একর ধান কেটে দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত সদর উপজেলার ফতেপুর গ্রামের হাছেন আলী নামের এক বৃদ্ধে ধান কেটে দেন তারা।

স্থানীয়রা জানান, কয়েকদিনের গরম ও শ্রমিক সংকটে কৃষক হাছেন আলীর পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। খবর পেয়ে যুবলীগ নেতা ফারহান আহমেদ নেতাকর্মীদের নিয়ে কৃষকের বাড়িতে ছুটে যান। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে সেই ধান বাড়িতে পৌঁছে দেন।

ধান কেটে কৃষককে দুশ্চিন্তামুক্ত করলেন যুবলীগ নেতাকর্মীরা

আরও পড়ুন: কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতা

এ বিষয়ে কৃষক হাছেন আলী জানান, ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

ধান কেটে কৃষককে দুশ্চিন্তামুক্ত করলেন যুবলীগ নেতাকর্মীরা

জানতে চাইলে যুবলীগ নেতা ফারহান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দেওয়ার। সে নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকে দুপুর পর্যন্ত হাছেন আলীর প্রায় এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আজ থেকে এ কর্মসূচি শুরু করেছি আমরা।

মো. নালিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।