সাড়ে ৫ ঘণ্টা পর মোংলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২৮ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

টানা সাড়ে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে অন্ধকারে থাকার পর মোংলা বন্দর ও পৌর শহরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কালবৈশাখী ঝড়ে গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইনের তারে পড়ে। এতে বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো মোংলা।

মোংলা বন্দর ও পুরাতন বন্দর এলাকার বিভিন্ন জায়গায় ত্রুটি মেরামতের পর রাত ১১টা ১০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

পিডিবির মোংলার আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন বলেন, বিকেলে ঝড় শুরু হলে স্থায়ী বন্দর এলাকার ইপিজেড সংলগ্ন রাস্তার পাশের বড় গাছে ডালপালা ভেঙে পড়ে ৩৩ কেভির জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে। এতে মোংলা বন্দর ও পৌর শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় থেমে গেলে দ্রুত জনবল ও যন্ত্রপাতি নিয়ে স্থায়ী বন্দর এলাকার ইপিজেড, বন্দর স্কুল, ওমেরা এলপিজি ও দিগরাজ বাজার পয়েন্ট এবং পৌরসভার সিগন্যাল টাওয়ার, শেখ আ. হাই সড়ক, নেভি কলোনি এলাকা, রাজ্জাকের মোড়ের ত্রুটি মেরামত করে রাত ১১টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়।

তিনি বলেন, মূলত ৩৩ কেভির ২৫টি ফিডার ও ১১ কেভির ৭টি ফিডারের মাধ্যমে মোংলা বন্দর এলাকা ও পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু এক ঘণ্টার ঝড়ে এসব ফিডারের ৮টি পয়েন্টে গাছপালা পড়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়। তারপরও জোর প্রচেষ্টা চালিয়ে রাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।

ঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ঝড়ে কয়েক জায়গায় কিছু গাছ ও ডালপালা ভেঙে পড়া ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আবু হোসাইন সুমন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।