আজও ঢাকায় ফিরছে মানুষ, দৌলতদিয়ায় নেই ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

রাজবাড়ীর দৌলতদিয়ায় যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। শনিবার (২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, এ রুটে ছোট-বড় ২০ ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করছে। যার কারণে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ দৌলতদিয়া প্রান্তে কোনো ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে না। গতকাল চাপ একটু বেশি ছিল। আজ ঘাট স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করছে।

rajbari-(3).jpg

আরও পড়ুন: কর্মস্থলে ফিরছে মানুষ, চাপ নেই দৌলতদিয়া ঘাটে

ঢাকামুখি যাত্রীরা বলেন, ঈদের আগেও ভোগান্তি ছাড়া বাড়িতে এসেছি। শেষে এখন আবার ঢাকায় যাচ্ছি। পথে কোনো ভোগান্তি না হলেও ভাড়া একটু বেশি।

rajbari-(3).jpg

বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ঈদের পরদিন থেকে যাত্রীরা যাওয়া শুরু করেছে। তবে গতকাল সবচেয়ে বেশি যাত্রী ছিল। ঘাটে পর্যাপ্ত লঞ্চ রয়েছে। যাত্রীরা এসেই লঞ্চ পাচ্ছেন।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।