রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:২৩ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

বাগেরহাটের ফকিরহাট থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন লাখ ২০ হাজার টাকার মালামালসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার কাটাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় পাঁচ হাজার ৪৯৫ কেজি লোহার সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

jagonews24

আটকরা হলেন- পাবনা শহরের বিপ্লব হোসেন (১৯) ও খুলনা সদরের মেহেদী হাসান শান্ত (২৩)। মামলা দিয়ে তাদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।