অমীমাংসিত সালিশ
শ্যালকের মারধরে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সালিশ শেষে থানা থেকে বের হওয়ার সময় শ্যালক ও তার ছেলেদের হামলায় মানিক মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে মডেল থানার সামনের গেটে এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার মসূয়া ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা।
নিহত মানিক মিয়ার ভাগিনা সুমন মিয়া বলেন, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে রমজানের প্রথম সপ্তাহে মানিক মিয়ার ছেলে লোদনকে ডেকে নিয়ে হামিদ, রাশিদ ও তাদের ছেলে খোকন ও মামুন মারধর করে। এ ঘটনায় মামলা করতে গেলে স্থানীয় প্রতিনিধিরা বিচার-সালিশের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেন। ওই ঘটনায় কটিয়াদী মডেল থানায় পূর্ব নির্ধারিত বিচারের তারিখ ছিল বুধবার। থানায় সালিশ বসলেও বিষয়টি মীমাংসা হয়নি।
সুমন আরও বলেন, থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় গেটে খোকন মানিক মিয়াকে ধাক্কা দেন এবং মামুন বুকে ঘুসি মারেন। অসুস্থ অবস্থায় মানিককে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মর্তুজা ইয়াসমিন জাগো নিউজকে বলেন, আমাদের কাছে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এসজে/এএসএম