ধর্ষণের পর ১৫ বছর পলাতক, দেশে ঈদ করতে এসে ধরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৪ মে ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না ধর্ষণ মামলার আসামি বাদশা মিয়ার (৩৬)। বুধবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাদশা মিয়া ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালে বাদশা মিয়া এক নারীকে ধর্ষণ করে সৌদি আরবে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হলে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ ঘটনায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১৫ বছর দেশের বাইরে পালিয়ে থাকার পর ঈদে বাড়িতে এলে পুলিশ খবর পেয়ে বুধবার মধ্যরাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, বাদশার বিরুদ্ধে ২০০৮ সালে ধর্ষণ মামলায় জড়িত থাকার অভিযোগ ছিল এবং ওয়ারেন্ট হওয়ায় তাকে বুধবার গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

রাজীবুল হাসান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।