ফোন চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৪ মে ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে মুঠোফোন চুরির অপবাদে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। কিশোরের অভিযোগ, বিনা অপরাধে তাকে সকাল থেকে দুপুর পর্যন্ত শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

বৃহস্পতিবার (৪ মে) পৌরসভার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই কিশোরের বাড়ি পৌর এলাকায়ই।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ মে) সকালে ওই কিশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাইদুর ও তার লোকজন চোর চোর বলে ওই কিশোরকে ধাওয়া করেন। পরে তার বিরুদ্ধে সাইদুরের ছোট ভাইয়ের মুঠোফোন ও নগদ টাকা চুরির অভিযোগ আনা হয়।

ফোন চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

এক পর্যায়ে বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ওই কিশোরকে অমানবিক নির্যাতন করা হয়। দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরকে মুক্ত করে। পরে কারও কোনো অভিযোগ না থাকায় তাকে কাউন্সিলর সুরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর মুঠোফোনে জাগো নিউজকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় কিশোরকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুরুজ্জামানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।