ভৈরবে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি
ভৈরবে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার শুম্ভুপুর রেল গেইটে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের শুম্ভুপুর রেল গেট ক্রসিং পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্ধুর গোধুলি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা নিহত হয়। পরে ভৈরব রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব উল হোসেন জানান, রেল লাইন পার হওয়ার সময় এগারোসিন্ধুর গোধুলি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
রাজীবুল হাসান/এএইচ/এএসএম