লক্ষ্মীপুরে অপহৃত ৬ শিশু মতলবে উদ্ধার, আটক ১


প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৮ মার্চ ২০১৬

লক্ষ্মীপুর থেকে অপহৃত ৬ শিশু মতলবের নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মাদ্রাসা থেকে উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এঘটনায় জড়িত অপহরণকারী মো. হোসেন ওরফে জসিম নামে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিনের নির্দেশে থানার এএসআই মো. খোরশেদ আহম্মেদ ও সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশুরা হচ্ছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার রহমানিয়া তালিম হাফেজিয়া কাওয়ামি মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ (১০), জোবায়ের (৯), মো. মুরাদ (১০), মো. রবিউল ইসলাম (৯), রাসেল (১০) ও মনির হোসেন (১১)। তাদের গ্রামের বাড়ি উপজেলার দুর্গাপুর গ্রামে। এ শিশুরা ওই মাদ্রাসার ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে।

উদ্ধারকৃত শিশু আব্দুল­াহ ও জুবায়ের জাগো নিউজকে জানায়, মো. হোসেন ওরফে জসিম গত রোববার রাতে তাদেরকে ফুসলিয়ে অটোরিকশাযোগে অপহরণ করে। পরে তাদেরকে মতলব দক্ষিণের গোবিন্দপুর মাদ্রাসায় নিয়ে আসে। মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে শিশুদের অভিভাবকদের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার এসআই পুষ্প বর্মন চাকমার সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি জাগো নিউজকে জানান, ৬ শিশুর অপহরণের ঘটনায় মো. হোসেন ওরফে জসিমকে আসামি করে একটি জিডি করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি মুহাম্মদ কুতুব উদ্দিন জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত ৬ শিশুকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার এসআই পুষ্প বর্মন চাকমা ও এক অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।