মোংলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৮ মে ২০২৩

বাগেরহাটের মোংলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। সোমবার (৮ মে) দুপুর দেড়টার দিকে নিজের বাড়িতে প্রেমিকাকে মারধর করেছেন ওই প্রেমিক। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন ওই তরুণী।

ভুক্তভোগী ওই তরুণী জানান, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে মোংলার চাঁদপাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহিদুর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন শুভর (২৩) সঙ্গে পরিচয় হয়। এ পরিচয় ধরে খুলনায় আমাদের দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয়। তখন শুভ খুলনায় মেকানিকের কাজ শিখছিলেন। এরপর থেকে প্রেমের সম্পর্ক গড়ায় গভীরে। সখ্যর এক পর্যায়ে প্রেম গড়ায় শারীরিক সম্পর্কে।

আরও পড়ুন: বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। স্থানীয় মেম্বার ও পুলিশ ছেলেটিকে খুঁজছেন। খুঁজে পেলে উভয়কে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।