ভৈরবে পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ২০ টাকা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১০ মে ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহে ভৈরবের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৫-৩৬ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫৬-৬০ টাকায়।

সরেজমিনে দেখা যায়, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা দোকানগুলিতে ভিড় করছে। ক্রেতারা প্রয়োজনের চেয়ে বাড়তি পেঁয়াজ কিনছেন।

ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা রহমত মিয়া বলেন, প্রতি মাসে ভৈরব বাজারে মাসিক বাজার করতে আসি। গত মাসে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছিলাম ১৮০ টাকায়। কিন্তু এ মাসে বাজার করতে এসে দেখি পাঁচ কেজি পেয়াজ ২৮০ টাকা। দোকানিরা বলেছেন সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

jagonews24

সুমন মিয়া নামের এক ব্যবসায়ী বলেন, পেঁয়াজের আমদানি কম থাকায় দাম বেড়েছে। বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ২৮০ -৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ১৮০-২০০ টাকায়।

আরও পড়ুন: আরও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ 

মেসার্স মুছা মিয়া অ্যান্ড সন্স মালিক মুছা মিয়া বলেন, পেঁয়াজ আমদানির এলসি বন্ধ থাকায় বাজারে দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজ আমদানি চালু না করা হলে দাম আরও বাড়বে।

jagonews24

ভৈরব পেঁয়াজ ব্যবসায়ী মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. শাকিল মুন্সি জানান, এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। ভারতীয় পেঁয়াজের আমদানি স্বাভাবিক না হলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

রাজীবুল হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।