ফরিদপুরে চার মাদকসেবীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৫ মে ২০২৩

ফরিদপুরের সালথায় চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মে) বিকেল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত মান্নান কাজীর ছেলে পান্নু কাজী (২৭), একই ইউনিয়নের যগন্নাথদি গ্রামের আমিন শেখের ছেলে জসিম শেখ (২৪), মুকসুদপুর উপজেলার কাজী হায়াতের ছেলে কাজী মহিউদ্দিন (৩০) ও যদুনন্দী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের পান্নু মোল্যার ছেলে হাদিউর রহমান শাকিল (২৪)।

আরও পড়ুন: দুই মাদক কারবারির কারাদণ্ড

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যদুনন্দী ইউনিয়নের পোপিনাথপুর ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে মাদকসেবন করা অবস্থায় চারজনকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পান্নু কাজী (২৭) ও জসিম শেখকে (২৪) দুই মাস করে ও কাজী মহিউদ্দিনকে (৩০) এক মাস ও হাদিউর রহমান শাকিলকে (২৪) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ফরিদপুরে চার মাদকসেবীর কারাদণ্ড

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।