পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশকে কারও কাছে হাত পাতার প্রয়োজন নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২০ মে ২০২৩

বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, কারও কাছে হাত পাতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (২০ মে) দুপুরের রাজশাহীর বাঘা উপজেলায় আম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশকে কারও কাছে হাত পাতার প্রয়োজন নেই। বাংলাদেশের নয় পাকিস্তানের প্রয়োজন বাংলাদেশকে। তবে ঐতিহাসিক রাজনৈতিক বিষয়গুলো সমাধান হলে বাংলাদেশ পাকিস্তানকে সহযোগিতা করতে প্রস্তুত।

এর আগে গত ১৭ মেয়ে রাজশাহীতে যুবাদের বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দেখতে যান পাকিস্তানের হাইকমিশনার। ওইসময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহীর আম এবং বাণিজ্যিক দিক নিয়ে আলাপ করেন। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

রাজশাহীর আম ক্রমেই সারাবিশ্বে সমাদৃত হচ্ছে বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবছরই বাংলাদেশের উৎকৃষ্টমানের আম বিদেশে রপ্তানি হচ্ছে। এবারও ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বেশিরভাগই যাবে বাঘা থেকে।

সাখাওয়াত হোসেন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।