পরিচয় গোপন রেখে মেয়ের কেন্দ্রে বাবা, সেই হল সুপার বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২১ মে ২০২৩

নড়াইলে মেয়ের এসএসসির পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করার ঘটনায় মো. শরিফুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ মে) কেন্দ্র সচিব নাসির উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, শরিফুল ইসলামের মেয়ে পরীক্ষা দিচ্ছে সেটি জানতাম না। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনে তাকে বরখাস্ত করা হয়েছে। মেয়ের পরীক্ষার তথ্য গোপন করে সে কেন্দ্রে দায়িত্ব পালন করে শরিফুল ইসলাম গুরুতর অপরাধ করেছেন। এ কারণে তাকে পরীক্ষার সব দায়িত্ব থেকে বহিষ্কার
করা হয়েছে।

আরও পড়ুন: পরিচয় গোপন করে মেয়ের কেন্দ্রে হল সুপার বাবা!

এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ বলেন, শরিফুল ইসলাম ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. হায়দার আলী জাগো নিউজকে বলেন, বিষয়টি জানা ছিল না। কেন্দ্র সচিব তাকে বরখাস্ত করা হয়েছে।

হাফিজুল নিলু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।