আচরণবিধি লঙ্ঘন
আড়াইহাজারে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্প ভেঙ্গে দিলো প্রশাসন

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দর আলীর নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে দেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দর আলীকে আচরণ বিধিমালা মেনে চলতে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার (২১ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম সই করা একটি চিঠি সুন্দর আলীর কাছে পাঠানো হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর মুকুন্দী গাজীপুরায় নির্বাচনী ক্যাম্পে উপস্থিত হয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে যান।
আরও পড়ুন: বোয়াখালীতে আচরণবিধি লঙ্ঘন করায় যুবলীগ নেতাকে জরিমানা
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার পৌরসভা বিধিমালা ২০১৫ এর বিধি ৫ অনুযায়ী, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল বা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো প্রার্থী ভোটগ্রহণের নির্ধারিত ৩ সপ্তাহ আগে এবং প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচার-প্রচারণা শুরু করতে পারবে না। কিন্তু আপনি (সুন্দর আলী) বিধিমালা প্রতিপালন না করে বিভিন্ন স্থানে জনসমাগম, শোডাউন ও শোভাযাত্রা এবং মুকুন্দী গাজীপুরায় নির্বাচনী ক্যাম্প স্থাপন করে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গোচরীভূত হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার পৌরসভা বিধিমালা ২০১৫ এর সব বিধি-বিধান মেনে চলার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন, বরিশালে ৬ প্রার্থীকে জরিমানা
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলতে আড়াইহাজার পৌরসভার একজন মেয়র প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। এরপরও আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ