মোটরসাইকেলের চাবি নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৪ মে ২০২৩

মোটরসাইকেলের চাবি নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে ইকরাম মিয়া (৩০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ার ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারি রিমোর বাসায় এ ঘটনা ঘটে। ইকরাম মিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ইকরাম জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। আমরা হত্যাকারীদের বিচার চাই।

আরও পড়ুন: নিজ বাড়িতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা 

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ইকরাম মিয়া শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারি রিমোর বাসায় আসা যাওয়া ছিল। সন্ধ্যায় তার বাড়িতে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে রায়হান ইকরামকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রায়হানকে আটক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।