ভোলায় তুচ্ছ ঘটনায় জেলেকে পিটিয়ে হত্যা

ভোলায় তুচ্ছ ঘটনায় এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. রতন মাঝি (৫০) দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভ গ্রামের বেড়িবাঁধ এলাকার মো. মজিবল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২৪ মে) সন্ধ্যার দিকে রতন মাঝির ছোট ছেলে জোবায়েরের সঙ্গে পাশের বাড়ির নেকি বেগমের ছেলে আবদুল্লাহর খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারামারি হয়। পরে আবদুল্লাহ বাড়িতে গিয়ে তার মাকে বললে তিনি তার আরেক ছেলে সোহেল এবং মেয়ে রিংকু বেগমকে নিয়ে রতনের বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেন।
একপর্যায়ে নেকি ও তার সন্তানরা রতন মাঝিকে ঘর থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারতে থাকেন। মারধরের একপর্যায়ে রতন জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যান। পরে রতনের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত ) সত্য রঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী গোলেনুর বেগম মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এএসএম