মণিরামপুরে বিদ্যালয়ের পলেস্তারা খসে ৩ শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৫ মে ২০২৩

যশোরের মণিরামপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন বলেন, তখন ক্লাস নিচ্ছিলাম। কিছু বুঝে উঠার আগেই ছাদের প্রায় ৫ বর্গফুট জায়গার পলেস্তারা শব্দে খসে পড়ে। এসময় সবাই আতংকে কান্নাকাটি শুরু করে। পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ছুটে এসে শিক্ষার্থীদের উদ্ধার করেন। এরমধ্যে পূর্ণা দাস, সোনালী আক্তার, জান্নাতুল ফেরদৌস জখম হলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন: স্কুলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম রায়হান জানায়, তারও পিঠে পলেস্তরার একটি টুকরো পড়ে। ছাদের পলেস্তরার ভেঙে পড়ার উপক্রম দেখে প্রধান শিক্ষককে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।

নূর আলম ভান্ডারি নামের এক অভিভাবক বলেন, তার ছেলে কয়েকদিন আগে পলেস্তরা খারাপের বিষয়টি জানায়। কিন্তু কেনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন সেটি স্যাররা ভাল বলতে পারবেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক প্রভাস কুমার দাস বলেন, শিক্ষার্থীদের ওই শ্রেণিকক্ষে ক্লাস করতে নিষেধ করা হয়। তারপরও কেন সেখানে ক্লাস নেওয়া হলো বিষয়টি তদন্ত করছি।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।