ইভিএমে কিছু ত্রুটি থাকলেও ফল মেনে নিয়েছি: আজমত উল্লা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৬ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) কিছু ত্রুটি থাকলেও ফল মেনে নিয়েছি। যিনি নির্বাচিত হয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি (জায়েদা খাতুন) যদি চান তাহলে সহযোগিতা করবো। দেখা যাক, তিনি কি ধরনের সহযোগিতা চান।

শুক্রবার (২৬ মে) গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি রায় মেনে নিয়েছি। অন্য কেউ পরাজিত হলে মেনে নিতো কি না-সেই প্রশ্ন রেখেছেন তিনি।

আজমত উল্লা খান বলেন, আমি নির্বাচনের রায় মেনে নিয়েছি। আমি একটা নীতি অনুসরণ করে চলি। একটা নৈতিকতা মেনটেইন করি। নির্বাচন আমার বিপক্ষে গেলেই বলবো এটা সঠিক না। এ কালচার থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে।

পরাজয়ের কারণ খুঁজে বের করা হবে জানিয়ে আজমত বলেন, আমি যেহেতু দলীয় প্রার্থী ছিলাম, দলের সবাই বসে পর্যালোচনা করে নির্বাচনে পরাজয়ের কারণ খুঁজে বের করা হবে। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

‘নৌকা নয়, ব্যক্তির পরাজয় হয়েছে’ ভোটে জয়লাভের পর জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের এমন মন্তব্য প্রসঙ্গে আজমত বলেন, কথাটি স্ট্যান্টবাজি। আমি নৌকার প্রার্থী আমার পরাজয় মানে নৌকার পরাজয়।

মো. আমিনুল ইসলাম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।