বান্দরবানে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মো. সেলিম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মো. শামসুল আলম (৩৯) নামে আরেক শ্রমিক।
শনিবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাংকিং খুমিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড চাঁন্দাপাড়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে। আহত শামসুল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড লাল ব্রিজ এলাকার সৈয়দ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমা থেকে ট্রাকে করে ইট ভাঙার মেশিন নিয়ে বান্দরবান সদরে যাচ্ছিলেন ওই দুই শ্রমিক। পথে রোয়াংছড়ির খুমিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, সাংকিংপাড়া এলাকার পাহাড়ি পথ অতিক্রমকালে ট্রাক উল্টে সেলিম নামে একজন নিহত হয়েছেন। এতে আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
নয়ন চক্রবর্তী/এমআরআর/এমএস