ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১১:১১ এএম, ৩০ মে ২০২৩

ভোলায় ট্রলি ও মোটরসাকেলের সংঘর্ষে আহসানুল হক প্রভাত (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২৯ মে) সন্ধ্যার দিকে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাত কিশোরগঞ্জ গ্রামের মৃধাবাড়ীর মনিরুল হক মিঠুর ছেলে। সে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয় প্রভাত। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।