সংসদে তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে ভোলায় র‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ৩০ মে ২০২৩

আসন্ন সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে ভোলায় র‌্যালি হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যালিটি ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

ভোলার সুশীল সমাজ, মা সংসদ, ইয়ুথ ফোরাম ও প্রান্তিক জনগোষ্ঠীর আয়োজনে এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়রের সহযোগিতায় এ র‌্যালি হয়।

এ সময় বক্তব্য দেন- সুশীল সমাজ প্রতিনিধি অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু।

এ সময় বক্তারা বলেন, তামাক সেবনের ফলে মানুষের শরীরে ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু হয়। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক ক্ষতি সাধিত হয়। যদি তামাক সেবন কমে যায় বা সেবন বন্ধ হয়ে থাকে তাহলে মৃত্যুর হার ও আর্থিক অপচয় রোধ কম হবে। তাই আসন্ন সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবি করেন তারা।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।