সিলেটে অনির্দিষ্টকালের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০১ জুন ২০২৩

সিলেটে ৪ জুন থেকে ডাকা অনির্দিষ্টকালের পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার সিলেট পুলিশ কমিশনারের সঙ্গে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

সভায় সব সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প, ও ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন পুলিশ কমিশনার। তার সঙ্গে যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। হামলাকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কমিশনারের আশ্বাসের ভিত্তিতে ৪ জুনের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

২৬ মে সিলেট শাহপরাণ থানার পীরেরবাজারের আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের নামে কয়েকজন দুর্বৃত্ত জ্বালানি কিনতে এসে ক্রেতাদের সারি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন।

ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।