খুলনায় প্রচণ্ড দাবদাহে ১২ শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০১ জুন ২০২৩

খুলনার ডুমুরিয়ায় তীব্র দাবদাহে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্র জানায়, দুপুরে অষ্টম শ্রেণির ক্লাস চলাকালে তুলি মল্লিক নামে এক ছাত্রীর হঠাৎ হাত-পা কাঁপুনি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর দশম শ্রেণির মঞ্জুরা খাতুন, মোহনা খাতুন, হাবিবা খাতুন, ছুম্মা খাতুন, সোহানা খাতুন, অষ্টম শ্রেণির প্রত্যাশা সরকার, ষষ্ঠ শ্রেণির তমা খাতুন, আছিয়া খাতুন-সহ ১২ ছাত্রী পর্যায়ক্রমে একই কায়দায় অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকরা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই বিদ্যালয়য়ের সহকারী শিক্ষক কার্ত্তিক চন্দ্র দাস বলেন, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত গরমে এ অবস্থা সৃষ্টি হতে পারে।

ডুমুরিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ইরিনা বলেন, গরমে এ সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া মানসিক সমস্যায়ও এ ধরনের লক্ষণ দেখা দেয়।

শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন, আমি ডুমুরিয়া হাসপাতালে ৮ জন ও চুকনগরে আরও চারজনকে চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, বিষয়টি জানার পর অসুস্থ ছাত্রীদের খোঁজ খবর নিয়েছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আলমগীর হান্নান/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।