ফরিদপুরে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৫ জুন ২০২৩

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসদরে মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ জুন) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। মেহেদি পৌরসদরের কামারগ্রাম মৃধা বাড়ি এলাকার সালাম মৃধার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে রাত পৌনে দশটার দিকে রায়পুর এলাকায় হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সোনিয়া বেগম জাগো নিউজকে বলেন, বিদ্যুৎ না থাকায় রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে জানতে পারি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বাড়ির পাশে সাইদদের সঙ্গে তার স্বামীর বিরোধ ছিল। তারা আমাদের নামে মামলা করেছে। তারাই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। আমার ছোট ছোট দুটি মেয়ে আছে। তাদের নিয়ে কীভাবে বাঁচবো। আমি স্বামী হত্যার বিচার চাই।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এন কে বি নয়ন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।