মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফরিদপুরে ৫ ব্যবসায়ীর জরিমানা

ফরিদপুরের নগরকান্দায় অনুমোদনহীন পশু খাদ্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: দুই কসমেটিকস ব্যবসায়ীর জরিমানা
সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।
ইউএনও মো. মঈনুল হক বলেন, ওষুধ বিক্রয়ের ছাড়পত্র না থাকায় মো. কাঞ্চনকে পাঁচ হাজার টাকা, ওষুধ ব্যবসায়ী কামরুজ্জামানকে ছয় হাজার টাকা, গৌতম কুমারকে তিন হাজার, খলিল মোল্লাকে তিন হাজার ও মিলন হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস