মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফরিদপুরে ৫ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৫ জুন ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় অনুমোদনহীন পশু খাদ্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: দুই কসমেটিকস ব্যবসায়ীর জরিমানা 

jagonews24

সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

ইউএনও মো. মঈনুল হক বলেন, ওষুধ বিক্রয়ের ছাড়পত্র না থাকায় মো. কাঞ্চনকে পাঁচ হাজার টাকা, ওষুধ ব্যবসায়ী কামরুজ্জামানকে ছয় হাজার টাকা, গৌতম কুমারকে তিন হাজার, খলিল মোল্লাকে তিন হাজার ও মিলন হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।