যশোরে সোনা চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৬ জুন ২০২৩

যশোরে সোনা চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন।

আসামিদের উপস্থিতিতে এ সাজা প্রদান করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

সাজাপ্রাপ্তরা হলেন- মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা এবং ঢাকার গেন্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোডের পংকজ দত্ত।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩০ নভেম্বর যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোর-মাগুরা সড়ক থেকে সোনা নিয়ে পাচারকারীরা আসছেন। তাৎক্ষণিক কামান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজার সমন্বয়ে একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। দুপুরে শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করে।

উদ্ধারকৃত সোনার ওজন সাড়ে তিন কেজি। যার দাম দুই কোটি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় বিজিবি মামলা করে। মামলাটি তদন্ত করে সিআইডি ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।

মিলন রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।