টিসিবির কার্ড নবায়নে টাকা নেওয়ার অভিযোগ ২ মেম্বারের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৭ জুন ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড নবায়নের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার জেরে টিসিবির পণ্যের ট্রাক আটকে বিক্ষোভ করেছে উপকারভোগীরা। এমন ইউপি সদস্য চান না বলেও দাবি করেন তারা।

সোমবার (৫ জুন) বিকালে উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের মেছিডেঙ্গী এলাকায় টিসিবি পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ করেন উপকারভোগীরা।

অভিযুক্ত ইউপি সদস্যরা হলেন, মইলাকান্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. হোসনে আরা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনকে বিভ্রান্ত করে অনলাইনে তালিকাভুক্তির কথা বলে প্রায় দেড় মাস আগে সুবিধাভোগীদের কাছ থেকে টিসিবির কার্ড জমা নেন ইউপি সদস্য শাহজাহান মিয়া ও হোসনে আরা। জমা নেওয়া পুরোনো কার্ডের পরিবর্তে নতুন কার্ড দেওয়ার কথা বলে ৩০০ টাকা দাবি করেন তারা। যারা ৩০০ টাকা দিয়েছেন তাদেরকেই নতুন কার্ড দিচ্ছেন। যারা টাকা দিতে পারেননি, তাদের কার্ড বাতিল করে ৩০০ টাকা করে নিয়ে অন্যজনকে কার্ড দিচ্ছেন।

এ অবস্থায় টিসিবির ট্রাক আটকে ভুক্তভোগীরা বিক্ষোভ করেন। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের আশ্বাসে তারা বাড়ি ফিরে যান।

মেছিডেঙ্গী গ্রামের হালিমা খাতুন বলেন, নতুন কার্ডের জন্য আমার পুরাতন কার্ড জমা নিয়েছে। কিন্তু এখন কার্ড চাইলে দিচ্ছে না। বলেন কার্ড নিতে হলে ৩০০ টাকা করে দিতে হবে। টাকা দিতে পারিনি বলে আমার কার্ড আটকে রেখেছেন।

একই গ্রামের নয়ন মিয়া নামে এক যুবক বলেন, কার্ডের জন্য আমার মাকে পাঠিয়েছিলাম। কিন্তু, মেম্বার আমার মায়ের কাছে ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে পারিনি বলে আমার কার্ড পাইনি। আমরা এমন মেম্বার আর চাই না।

ওই গ্রামের নয়ন মিয়া বলেন, মেম্বার বলছেন যদি ৫০০ টাকা দিতে পারি, তাহলে আমার টিসিবির কার্ড দেবেন। টাকা দিতে না পারায় কার্ড পাইনি।

টিসিবি ডিলার ত্বোহা এন্টারপ্রাইজের প্রতিনিধি জোবায়ের হোসেন বলেন, পুরনো কার্ড জমা নিয়ে তালিকাভুক্তদের বাদ দিয়ে অন্যদের মধ্যে নতুন কার্ড বিতরণ করেন স্থানীয় ইউপি সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে টিসিবি পণ্যবাহী ট্রাক আটক করেছিল গ্রামবাসী।

তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেছেন ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, আমি কারও কাছ থেকে টাকা নেই নাই। কেউ বলতে পারবে না আমি টাকা নিয়েছি। চেয়ারম্যানের অনুমতিতেই কার্ডের নাম পরিবর্তন করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মোছা. হোসনে বলেন, আমি কারও কাছ থেকে কোনো টাকা নেই নাই। এমন কথা কেউ বলতেও পারবে না।

মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, যে বা যারাই টিসিবি কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোজিয়া নাজনীন জাগো নিউজকে বলেন, টিসিবি কার্ড জমা নেওয়া, তালিকায় নাম পরিবর্তন বা কর্তনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এক্ষেত্রে অনিয়ম দুর্নীতির কোনো প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।